কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

  • ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
  • ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
  • প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
  • প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।

কালাপাহাড়ঃ প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ, রাজনারায়ণ, কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। যারা পবিত্র উপাসনালয়ের দরোজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়কে আহ্বান জানানো হয়েছে।