কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?

  • কবিতা
  • পত্রিকা
  • উপন্যাস
  • ছোটগল্প

ধূমকেতুঃ এটি ছিল একটি পাক্ষিক পত্রিকা। এর প্রথম প্রকাশ ২৬ শ্রাবণ ১৩২৯ (ইং-১৯২২)। ধুমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটির জন্য অভিনন্দন বাণী লিখেছিলেন-" আয় চলে আয়, রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিকেতু" ‘আনন্দময়ীর আগমনে’ – কবিতাটি ধুমকেতু পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।