‘কাক ভূষণ্ডি’র অর্থ কী?

  • ষড়যন্ত্রকারী
  • বাকসর্বস্ব
  • দীর্ঘ প্রত্যক্ষমান
  • দীর্ঘায়ু ব্যক্তি

হিন্দু পুরাণে উল্লিখিত ত্রিকালদর্শী কাক। (ব্যঙ্গার্থ) দীর্ঘজীবী; বহুদর্শী; বিষয়বুদ্ধি-কুশল ব্যক্তি যেমন- তিনি ভুশুণ্ডির কাক হয়ে বসে আছেন)।ভুষণ্ডির কাকঃ (আলঙ্কারিক) যে বহু বছর ধরে বা মৃত্যুর বয়স হওয়া সত্ত্বেও জীবিত আছে; অন্যায়ভাবে দীর্ঘজীবী।