‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  • বুদ্ধদেব বসু
  • দীনেশরঞ্জন দাশ
  • সজনীকান্ত দাস
  • প্রেমেন্দ্র মিত্র

১৯২৩ থেকে ১৯৩৫ খ্রীস্টাব্দের ভেতরে সংগঠিত হওয়া একটি অত্যন্ত প্রভাবশালী সাময়িক পত্র - কল্লোল। এটি ১৯৩০ সালে বন্ধ হয়ে যায়। কল্লোল নব্য লেখক দের প্রধান মুখপাত্র ছিল যাঁদের অন্যতম ছিলেন প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, মানিক বন্দোপাধ্যায় । প্রথম সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।