ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?

  • বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
  • প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
  • বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট তাদের একুশ-দফা কে সামনে রেখে নির্বাচন করে। একুশদফার প্রথম দফা ছিল- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা । এ ছাড়া ও ছিল পূর্ণ স্বাত্তশাসন, পাঠ ব্যবসাকে জাতীয়করণ, লবণ শিল্পের স্বয়ংসম্পূর্ণতা, শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার, মাতৃভাষায় পাঠ দান ইত্যাদি। উল্লখ থাকে যে যুক্তফ্রন্ট নির্বাচনে ৩০৯ টি আসনের মধ্যে ২৩৬টি আসন পেয়ে যুক্তফ্রন্ট জয় লাভ করে।