উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

  • অব্যয় ও শব্দাংশ
  • নূতন শব্দ গঠনে
  • উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
  • ভিন্ন অর্থ প্রকাশে

একটি শব্দের আগে উপসর্গ এবং পরে প্রত্যয় বসে। এছাড়া আরেকটি বিশেষ পার্থক্য হল- উপসর্গ যোগে শব্দের পদের কোন পরিবর্তন হয় না(সাধু - অসাধু উভয়ই বিশেষণ) কিন্তু প্রত্যয়যোগ করলে পদের পরিবর্তন হয় যেমন সাধু(বিশেষণ) এবং সাধুতা(বিশেষ্য)।