ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?

  • অক্ষয়কুমার দত্ত
  • এন্টনি ফিরঙ্গি
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কালীপ্রসন্নসিংহ ঠাকুর

হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর (১৮০৯- ১৮৩১) শিষ্যরাই মূলত ইয়ংবেঙ্গল নামে পরিচিত। ইয়ংবেঙ্গল হিসেবে যে নামগুলো পাওয়া যায় তা হলো যথাক্রমে—কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী, মহেশচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, হরচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার, গোবিন্দচন্দ্র বসাক, অমৃতলাল মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। সাপ্তাহিক ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকাটি “ইয়ং বেঙ্গল” দের মুখপত্র ছিল।