আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?

  • সংযুক্ত আরব আমিরাত
  • মিসর
  • লেবানন
  • ইয়েমেন

আরব লীগ ১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের কায়রোতে গঠিত হয়েছিল। অর্থনৈতিক, রাজনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করার উদ্দেশ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য ছয়টি দেশ: মিশর , ইরাক, ট্রান্সজর্ডান (১৯৪৯ সালে জর্ডান নামকরণ), লেবানন, সৌদি আরব এবং সিরিয়া। ৫ মে ১৯৪৫ সালে ইয়েমেন সদস্য হিসাবে যোগদান করেন। সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর ১৯৭১ এ আরব লীগে এবং একই বছরে ৯ডিসেম্বরে জাতিসংঘে যোগ দেয়।