‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

  • শামসুর রাহমান
  • আল মাহমুদ
  • আবুল ফজল
  • আবু জাফর ওবায়দুল্লাহ

আবু জাফর ওবায়দুল্লাহর 'আমি কিংবদন্তির কথা বলছি' কাব্যগ্রন্থের নাম কবিতা 'আমি কিংবদন্তির কথা বলছি'। কবিতাটিতে উচ্চরিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে, রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস; এই জাতির সংগ্রাম, বিজয় ও মানসিক উদ্ভাসনের অনিন্দ্য অনুষঙ্গসমূহ। আবু জাফর ওবায়দুল্লাহর অপর একটি বিখ্যাত দীর্ঘ কবিতা- 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা'।