অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

  • দুর্ভিক্ষ ও দারিদ্র্য
  • উন্নয়নের গতিধারা
  • মাইক্রো ক্রেডিট
  • বৈদেশিক সাহায্য

অমর্ত্য সেনকে The Mother Teresa of Economics বলা হয়। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। তাঁর একটি বিখ্যাত বইয়ের নাম The Idea of justice.