অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন:

  • কার্ল মার্কস
  • ফ্রেডরিক এঙ্গেলস
  • ভি.আই. লেনিন
  • মাও সে তুং

অক্টোবর বিপ্লব- সোভিয়েত ইতিহাস চর্চায় যাকে মহান অক্টোবরের সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। পুরাতন রীতির ক্যালেন্ডার অনুযায়ী ২৫ অক্টোবর, ১৯১৭ (নতুন ক্যালেন্ডার অনুসারে ৭ নভেম্বর) তারিখে এক সশস্ত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ বিপ্লব সংঘটিত হয়। বিপ্লবের নেতৃত্ব দেন বলশেভিক পার্টি ও এর নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন। ফেব্রুয়ারি বিপ্লব ও অক্টোবর বিপ্লব পরবর্তীতে বৃহত্তর রুশ বিপ্লবের পথ প্রশস্থ করে দেয়।