সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
December 24, 2016 | বাংলা ভাষা ও সাহিত্য, 37 BCS Preliminary
| - রহু চণ্ডালের হার
- কৈবর্ত খণ্ড
- ফুল বউ
- অলীক মানুষ
সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম মুদ্রিত উপন্যাস – “নীলঘরের নটী“। তাঁর লেখা ‘তৃণভূমি” উপন্যাসে কান্দী মহকুমার এক বৃহৎ অঞ্চল ধরা আছে । “উত্তর জাহ্নবী” উপন্যাসে ধরা আছে এক বিশেষ সময় ও সমাজের কথা, যা বাংলা সাহিত্যে অনাস্বাদিত । আর “অলীক মানুষ” এক বিস্তৃত ভুবনের কাহিনী, যা এক মুসলিম পির বা ধর্মগুরুর বংশে জাত পুরুষের আত্মানুসন্ধান । ব্রিটিশের রাজত্বের শেষভাগে এক পরিবর্তনীয় সময়ের নিখুঁত স্থির ছবি । এই অলীক মানুষ তাঁকে ভিন্ন লেখকের মর্যাদার চূড়ান্ত শিখরে উন্নীত করেছে ।