সন্ধির প্রধান সুবিধা কি?
October 11, 2018 | বাংলা ভাষা ও সাহিত্য, 18 BCS Preliminary
| - পড়ার সুবিধা
- লেখার সুবিধা
- উচ্চারণের সুবিধা
- শোনার সুবিধা
সন্ধির উদ্দেশ্য (ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং (খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন— ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়োজন, ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।