মূল্যবোধ দৃঢ় হয়-
May 6, 2023 | নৈতিকতা মুল্যবোধ ও সু-শাসন, 41 BCS Preliminary
| - শিক্ষার মাধ্যমে
- সুশাসনের মাধ্যমে
- ধর্মের মাধ্যমে
- গণতন্ত্র চর্চার মাধ্যমে
মূল্যবোধ শিক্ষার মাধ্যমে দৃঢ় হয়। মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। অন্যভাবে বলা যায়, মূল্যবোধ হল কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হল মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। এটি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি। একটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে এটি ভূমিকা পালন করে। ফ্রাঙ্কেল এর মতে,“মূল্যবোধ হল আবেগি ও আদর্শগত ঐক্যের ধারনা”।