মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোটি ব্যবহৃত হয়?
April 28, 2023 | সাধারণ বিজ্ঞান, 40 BCS Preliminary
| - OMR
- MICR
- OCR
- Scanner
MICR (Magnetic Ink Character Recognition) প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা (চেক বা ডকুমেন্ট) সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্তি। OMR কাগজে দাগানো চিহ্ন শনাক্ত করে। OCR মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে মেশিন পাঠযোগ্য টেক্সট-এ রূপান্তরিত করে। আর Scanner লেখা, ছবি বা বস্তুর আকৃতিকে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে।