Question: মিঃ রেজা তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০/- টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত?Milon | April 22, 2018 | গাণিতিক যুক্তি, 38 BCS Preliminary২৪০০০০০২০০০০০০১৬০০০০০১২০০০০০ AnswerA Description:-No description foundYou may also like:পদ্মাবতীএক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তাঁর অনুরোধ রক্ষা করা সম্ভব?হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে?টাকায় তিনটি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেঃ মিঃ ও ৮ সেঃ মিঃ । এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?