মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
May 16, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, , 43 BCS Preliminary
| - মনসামঙ্গল’
- মনসাবিজয়’
- পদ্মপুরাণ’
- পদ্মাবতী’
মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত-এর খ্যাতি। তাঁর মনসামঙ্গল (বা পদ্মপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্যে অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়ােগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপিলাইকে।