বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
February 18, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - সন্ধ্যাভাষা
- ব্রজবুলি
- অধিভাষা
- সংস্কৃত ভাষা
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে 'ব্রজবুলি' ভাষায়। 'ব্রজবুলি' এমন এক ভাষা যা বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণের এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি। চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা ।