বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
October 6, 2016 | বাংলাদেশ বিষয়াবলি, 36 BCS Preliminary
| - আলমগীর নামা
- আইন-ই-আকবরী
- আকবর নামা
- তুজুক-ই-আকবর
আকবরনামা’ নামে ৩ খন্ডের বিশাল ইতিহাসগ্রন্থ রচনা করেন আকবর এর সভাসদ ও বন্ধু আবুল ফজল। ‘আকবরনামা’র প্রথম খন্ডের বিষয়বস্তু তৈমুর বংশের ইতিহাস, বাবর ও হুমায়ুনের রাজত্বকাল এবং দিল্লির শূর বংশের সুলতানদের ওপর বর্ননা; দ্বিতীয় খন্ডের বিষয়বস্তু আকবরের রাজত্বকালের ৪৬তম বছর অবধি; কেননা, ওই বছরই (১৬০২) মারা যান আবুল ফজল। তৃতীয় খন্ডের বিষয়বস্তু আকবরের সাম্রাজ্যের প্রচলিত বিধি-বিধান ও অন্যান্য বিষয়। এই শেষ খন্ডের নামই আইন-ই-আকবরী। আইন-ই-আকবরীতে উল্লিখিত তথ্যসমূহ বাংলার ইতিহাস পুনর্গঠনের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তিন ভাগে বর্ণিত সুবাহ বাংলার বিবরণ যার প্রথম ভাগে সুবার ইতিহাস ও ভৌগোলিক বর্ণনা দেওয়া হয়েছে।