প্রোটিন তৈরি হয় –
June 24, 2023 | সাধারণ বিজ্ঞান, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, , 43 BCS Preliminary
| - ফ্যাটি এসিড দিয়ে
- সাইট্রিক এসিড দিয়ে
- অ্যামিনো এসিড দিয়ে
- অক্সালিক এসিড দিয়ে
প্রােটিন (Protein) হল এক প্রকারের বৃহৎ জৈব অণু কিংবা বৃহদাণু, যা এক বা একাধিক দীর্ঘ অ্যামিনাে অ্যাসিডের শৃঙ্খল নিয়ে গঠিত। প্রােটিনগুলি জীবদেহের ভেতরে বিশাল সংখ্যক কার্য সম্পাদন করে, যেমন বিপাকীয় বিক্রিয়াসমূহের অনুঘটন, ডিএনএ প্রতিলিপিণ, উদ্দীপকের প্রতি সাড়াদান, কোষ ও জীবদেহে কাঠামাে প্রদান, এক স্থান থেকে অন্যত্র বিভিন্ন অণু পরিবহন, ইত্যাদি।