‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’-এটি কোন ধরনের বাক্য?
September 25, 2018 | বাংলা ভাষা ও সাহিত্য, 18 BCS Preliminary
| - যৌগিক বাক্য
- সাধারণ বাক্য
- মিশ্র বাক্য
- সরল বাক্য
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। -কমপক্ষে দুটি খণ্ডবাক্য থাকে । -বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন।