ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
June 24, 2023 | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, , 43 BCS Preliminary
| - ২৬.৫° সে.
- ৩৫° সে.
- ৩৭.৫° সে.
- ৪০.৫° সে.
সাইক্লোন সৃষ্টির মূল দুটি কারণ হলাে: (১) গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা ও (২) সমুদ্রের বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলের তাপমাত্রা কমপক্ষে ২৬-২৭ ডিগ্রী সেলসিয়াস থাকা আবশ্যক এবং একটি নির্দিষ্ট গভীরতা (কমপক্ষে ৫০ মিটার পর্যন্ত এ তাপমাত্রা থাকতে হয়।