”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?
May 16, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, , 43 BCS Preliminary
| - কর্মধারয়
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- তৎপুরুষ
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমনঃ চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র। বা অন্যভাবে, মধ্যপদলােপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যথা- চিকিৎসা বিষয়ক শাস্ত্র – চিকিৎসাশাস্ত্র; সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।