‘একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার কে?
March 4, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - সুবীর সাহা
- সুধীন দাস
- আলতাফ মামুন
- আলতাফ মাহমুদ
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটিতে প্রথমে সুর দিয়েছিলেন আবদুল লতিফ । বর্তমান যে সুরে শুনি তার সুরকার আলতাফ মাহমুদ। এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত একটি কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে।