উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
February 8, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - ময়মনসিংহ গীতিকা
- ইউসুফ জুলেখা
- পদ্মাবতী
- লাইলী মজনু
বাংলাদেশে লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যথা ১. নাথগীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ও ৩. পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকা ছাড়া বাকি তিনটি অপশন পুঁথি সাহিত্যের অন্তর্গত। ফকির গরীবুল্লাহ, শাহ মুহম্মদ সগীর, আবদুল হাকিম তিনজনেই আলাদা আলাদা করে রচনা করেছেন ইউসুফ জোলেখা। 'পদ্মাবতী' - আলাওল, ‘'লাইলী মজনু’ - দৌলত উজির বাহরাম খান।