উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন ?
February 6, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - কাহ্নপাদ
- শান্তিপাদ
- লুইপাদ
- রমনীপাদ
চর্যার কবিগণ সিদ্ধাচার্য নামে পরিচিত। চর্যাপদের মোট কবির সংখ্যা ২৩, মতান্তরে ২৪ জন। প্রদত্ত অপশন অনুযায়ী প্রাচীন যুগের কবি নন রমনীপাদ। কাহ্নপাদ, লুইপাদ ও শান্তিপাদ তিনজনই প্রাচীন যুগের কবি, এবং চর্যাপদের সিদ্ধাচার্য হিসাবে স্বীকৃত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদের প্রথম কবি লুইপাদ, সবচেয়ে বেশি পদ (১৩টি) রচনা করেন কাহ্নপাদ। শান্তিপাদও দুটি পদ রচনা করেন। বিস্তারিত দেখুন-