ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন—
April 11, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - পর্তুগিজরা
- ওলন্দাজরা
- ইংরেজরা
- ফরাসিরা
- বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম আগমন করে। তারা ১৫১৬ সালে প্রথম বাংলায় আসে।
- ওলন্দাজ বা ডাচরা বাংলায় আসে ১৬৩০ সালে।
- ইংরেজরা আসে ১৬৫৮ সালে
- সবশেষে ১৬৭৪ সালে বাংলায় আগমন করে ফরাসিরা।