আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
May 7, 2023 | সাধারণ বিজ্ঞান, 41 BCS Preliminary
| - দূরত্ব
- সময়
- ভর
- ওজন
আলোকবর্ষ হল সেই পরিমাণ দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে। আমরা জানি, আলোর বেগ প্রতি সেকেন্ডে \(3×10^8\) মিটার। ১ আলোকবর্ষ সমান \(9.4607×10^{15}\) মিটার।