38th Preliminary

10. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়ঃ-

  • থমাস হবসন হুগো, গ্রেসিয়াস ও জন লক এর লেখনী থেকে
  • ম্যাগনাকার্টা থেকে গ্রীক
  • খ্রিষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
  • কনফুসিয়ানিজম থেকে

Answer

66. একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

  • ১৭ কি.মি.
  • ১৫ কি.মি.
  • ১৪ কি.মি.
  • ১৩ কি.মি.

Answer

90. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে:

  • নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না

Answer

133. Choose the correct sentence.

  • He refrained to take any drastic action.
  • He refrained on taking any drastic action.
  • He refrained in taking any drastic action.
  • He refrained from taking any drastic action.

Answer

161. গোল্ডেন মিন(Golden Mean) হলো-

  • সমস্ত সম্ভাব্য কর্মের গড়
  • দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
  • ত্রিভূজের দুটি বাহু ও ভূ-কেন্দ্রের সম্পর্ক
  • একটি প্রাচীন দার্শনিক ধারার নাম

Answer

169. মা এর রক্তে হাপাটাওটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

  • ৩০ দিনের মধ্যে ভাকসিন দিতে হবে।
  • ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে।
  • জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভাকসিন ও এইচ বি আই জি(HBIG) শট দিতে হবে।
  • জন্মের একমাস পর কেবল মাত্র HBIG শট দিতে হবে।

Answer