26th Preliminary

11. শুষ্ক বরফ বলা হয় –

  • হিমায়িত অক্সিজেনকে
  • হিমায়িত কার্বন মনোক্সাইড কে
  • হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে
  • ক্যালসিয়াম অক্সাইড কে

Answer

12. আকাশে বিজলী চমকায়-

  • দুই খন্ড মেঘ পর পর এলে
  • মেঘের মধ্যে বিদ্যুৎ তৈরি হলে
  • মেঘের বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
  • মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

Answer

19. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কারণ-

  • পাখির গায়ে বিদ্যুৎ বিরোধী আবরণ থাকে
  • পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
  • বিদ্যুৎস্পৃষ্ট হলেও পাখি মরে না
  • মাটির সঙ্গে সংযোগ হয়না

Answer

47. ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান কোথায় মিলিত হন ?

  • রামাল্লা
  • প্যারিস
  • কায়রো
  • জেরুজালেম

Answer

60. ‘ইরাটম’ কি?

  • উন্নত জাতের ধান
  • উন্নত জাতের ইক্ষু
  • উন্নত জাতের পাট
  • উন্নত জাতের চা

Answer

103. Choose the correct sentence.

  • I have looked for a good doctor before I met you.
  • I had looked for a good doctor before I met you.
  • I looked for a good doctor before I met you.
  • I am looking for a good doctor before meeting you.

Answer

145. বেসরকারি বিল কাকে বলে?

  • স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
  • সংসদ সদস্যদের বিল
  • বিরোধী দলের সদস্যদের বিল
  • রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল

Answer

149. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?

  • রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
  • জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
  • জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
  • ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল

Answer