14th Preliminary

16. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে –

  • জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
  • সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
  • সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
  • পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা

Answer

17. গ্লাসনস্ত এর অর্থ কি?

  • সমাজতন্ত্রের সংগঠন
  • খোলামেলা আলোচনা
  • সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
  • সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

Answer

31. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

  • ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  • বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  • ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

Answer

33. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক –

  • আসলের সমান হবে
  • আসলের চেয়ে বেশী হবে
  • আসলের চেয়ে কম হবে
  • আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

Answer

41. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

  • মায়ানমার, থাইল্যান্ড, চীন
  • মায়ানমার, থাইল্যান্ড, লাওস
  • মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া
  • ইরান, আফগানিস্তান, পাকিস্তান

Answer

46. বর্ণ হচ্ছে-

  • শব্দের ক্ষুদ্রতম অংশ
  • একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
  • ধ্বনি নির্দেশক প্রতীক

Answer

57. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

  • গাড়ির মধ্যেই বসে থাকবেন
  • কোন গাছের তলায় আশ্যয় নিবেন
  • বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
  • বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

Answer

81. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

  • আধিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে।
  • বনের পশু বনে থাকতেই ভালোবাসে।
  • জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
  • প্রকৃতির রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম।

Answer

83. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটি বিশেষ অর্থ প্রকাশ করেছে?

  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটা বল।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও।

Answer

89. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

  • একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

Answer

99. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

  • 100
  • 140
  • 180
  • 200

Answer