শিল্পবিপ্লব

ইতিহাসের হিসাবে প্রথম শিল্পবিপ্লব হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবন। পানি আর বাষ্পের ব্যবহার উৎপাদন বৃদ্ধি করে। দ্বিতীয় শিল্পবিপ্লব হলো বিদ্যুৎ ব্যবহার করে গণ–উৎপাদন। তৃতীয় শিল্পবিপ্লব হলো ইলেকট্রনিকস আর তথ্যপ্রযুক্তির নানামুখী ব্যবহার। আর এই তৃতীয় বিপ্লবের ওপর ভর করেই এখন একটি নতুন বিপ্লব—চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা হয়েছে। কোটি কোটি স্মার্টফোন, ল্যাপটপ আর কম্পিউটারের ওপর চড়ে বসে রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ত্রিমাত্রিক প্রিন্টার, নিজে চলা গাড়ি, ন্যানোটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স, শক্তি সঞ্চয় কিংবা কোয়ান্টাম কম্পিউটিং বিশ্বজুড়ে সূচনা করেছে নতুন এক বিপ্লবের, যার নাম ‘চতুর্থ শিল্পবিপ্লব’।

প্রথম শিল্পবিপ্লব: ১৭৮৪ সাল, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। পানি আর বাষ্পের ব্যবহার উৎপাদন বৃদ্ধি করে।
দ্বিতীয় শিল্পবিপ্লব: ১৮৭০ সাল, বিদ্যুতের আবিষ্কার করে গণ–উৎপাদন।
তৃতীয় শিল্পবিপ্লব: ১৯৬৯ সাল, ইন্টারনেটের আবিষ্কার
চতুর্থ শিল্পবিপ্লব: ? ডিজিটাল বিপ্লব

Add a Comment