BCS-Solution

মিলিয়ন-বিলিয়ন ও লক্ষ-কোটির হিসাব

লক্ষ-কোটি ও বিলিয়ন মিলিয়নের মাঝের সম্পর্কটি খুবই বিরক্তিকর। অনেকবার দেখলে ও মনে থাকে না। নিচের টেবিলটির দিকে লক্ষ্য রেখে শেষের তিনটি লাইন মুখস্ত করলে আশা করা যায় আর ভুল হবে না।

এখানে ব্যবহৃত প্রতীকগুলোর অর্থ নিম্নরূপ-
H-Hundred (শতক)
T-Thousand (হাজার)
L-Lakhs(লক্ষ)
M-Million (মিলিয়ন)
C-Crore (কোটি)
B-Billion (বিলিয়ন)
T-Trillion (ট্রিলিয়ন)

Symbol Value H T L M C B
1H 102
1T 103 10
1L 105 103 102
1M 106 104 103 10
1C 107 105 104 102 10
1B 109 107 106 104 103 102
1T 1012 1010 109 107 106 105 103

উপরের টেবিলটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে হাজারের(103) সাথে দুটি করে শূন্য যোগ করলে যথাক্রমে লক্ষ(105) ও কোটি(107) হয়।

আবার হাজারের(103) সাথে তিনটি করে শূন্য যোগ যথাক্রমে মিলিয়ন(106), বিলিয়ন(109) ও ট্রিলিয়ন(109) হয়।

আরও দেখা যাচ্ছে যে
১০লক্ষে = ১মিলিয়ন
১০মিলিয়ন=১কোটি
১০০কোটি=১বিলিয়ন

Exit mobile version