দধীচি

প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনিতে আছে, দৈত্য বৃত্তাসুর দেবতাদের রাজা ইন্দ্রের কাছ থেকে তাঁর স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিল। সে বর পেয়েছিল প্রচলিত কোনো ধাতব অস্ত্র দিয়ে তাকে হত্যা করা যাবে না। তাই দেবরাজ ইন্দ্রের অনুরোধে দধীচি নামক এক মহামুুনি অর্থাৎ সাধক প্রাণ ত্যাগ করলেন এবং তার হাড় দিয়ে একটি অস্ত্র বানানো হলো। তার নাম ‘বজ্র’। সেই বজ্র দিয়ে ইন্দ্র বৃত্তাসুরকে হত্যা করে তার স্বর্গরাজ্য উদ্ধার করতে পারলেন। কারণ ঐ বজ্র তো আর কোনো প্রচলিত ধাতব অস্ত্র নয়। আর এ থেকেই কালে কালে ধধীচিকে ত্যাগের মূর্ত প্রতীক হিসাবে দেখা হয়। তবে আপনি দেখেন বানানটা- দ-ধ-ঈ-চ-ই 🙂

Add a Comment