অধিবর্ষ

Leap Year বা অধিবর্ষ, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৩০ দিনে মাস হয় চারবার, ৩১ দিনে হয় ৭ বার।

Jan-31, Feb-28/29, Mar-31, Apr-30, May-31, Jun-30, Jul-31, Aug-31, Sep-30, Oct-31, Nov-30, Dec-31

কোন মাসগুলো ৩১ দিনে হয় তা মুষ্টিবদ্ধ হাতের গিঁটের(Falanges Bone) সাহায্যে বের করা যায়। এবার আসা যাক ফেব্রুয়ারি মাসের কথায়।

দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার প্রচলন করেন। তিনি অধিবর্ষ হিসাব করার জন্য মোটাদাগে একটা হিসাব করেছিলেন- যে বছরগুলো ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো অধিবর্ষ বা ঐ বছরে ফেব্রুয়ারি মাস ২৮ দিনে না হয়ে ২৯ দিনে হবে। এভাবে হিসাব করায় সময়/দিন গণনায় একটা বিরাট ভুল থেকে যায়, (যা আমরা পরে আলোচনা করব)। সে ভুলটি সংশোধিত হয় প্রায় ১৫ শত বছর পরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হবে যদি নিচের তিনটি শর্তই পূর্ণ হয়-


১. বছরটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
২. যদি বছরটি ১০০ দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তা অধিবর্ষ হবে না, যদিনা তা-
৩. ৪০০ দ্বারা ও নিঃশেষে বিভাজ্য হয়।

আরেকটু ক্লিয়ার হওয়া যাক, ধরা যাক ২০২৮ সালে, এটি অধিবর্ষ কেননা ২০২৮, চার দ্বারা বিভাজ্য। এবার ধরা যাক ২৩০০ ও ২৪০০ সাল, এদুটি সাল ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ২৩০০, ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অপর পক্ষে ২৪০০, ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাই ২৪০০ একটি অধিবর্ষ কিন্তু ২৩০০ নয়।

Add a Comment