BCS-Solution

ভগ্নাংশের গ.সা.গু, ল.সা.গু নির্ণয়

ভগ্নাংসের গসাগু = লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
ভগ্নাংসের লসাগু = লবগুলোর লসাগু /হরগুলোর গসাগু

উদাহরণ ১
২/৩, ৫/৪

গসাগু = ১/১২
লসাগু = ১০

উদাহরণ ২
৩.৫ ও ৫.৫
এ ক্ষেত্রে দশমিক ভগ্নাংশকে আগে সরল ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে
৩.৫ ও ৫.৫
= ৩৫/১০ ও ৫৫/১০
= ৭/২ ও ১১/২ [সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করে]

গসাগু = ১/২
লসাগু = ৭৭/২

ঋণাত্নক সংখ্যার গ.সা.গু, ল.সা.গু নির্ণয়
প্রথম কথা লসাগু গসাগু কখনও ঋণাত্নক হবে না। ঋণাত্নক সংখ্যা এক বা একাধিক এবং অপরগুলো ধনাত্নক যেভাবেই থাকুক না কেন, গসাগু নির্ণয়ে সব গুলোকে ধনাত্নক বিবেচনা করে

Exit mobile version