দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা, যার সরকারি নাম রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, আফ্রিকার দক্ষিণে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের একটি রাষ্ট্র। এটি আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র। ঐতিহাসিকভাবে বিংশ শতাব্দীর মধ্য হতে শেষ দশক পর্যন্ত এই দেশটি বর্ণবাদের জন্য সারা বিশ্বে নিন্দিত ছিল।

বৃহত্তম শহরঃ জোহানেসবার্গ
কার্যকরী বা শাসন সংক্রান্ত রাজধানীঃ প্রিটোরিয়া
বিচারালয় সংক্রান্ত রাজধানীঃ ব্লমফাটিন
আইন প্রণয়ন সম্বন্ধীয় রাজধানীঃ কেপ টাউন

পৃথিবীতে সব থেকে বেশি দাপ্তরিক ভাষা দক্ষিণ আফ্রিকার- ১১টি।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা(১৯১৮-২০১৩)
দক্ষিণ আফ্রিকা পরিবেষ্টিত দেশ লেসোথো(রাজধানী-ম্যাসেরু)

Add a Comment