BCS-Solution

প্লেটো

প্লেটো (Plato) (খ্রি:পূ: ৪২৭-৩৪৭)-শিক্ষাব্রতী ও সত্যানুসন্ধানী প্লেটো ৩৮৭ খ্রিষ্ট পূর্বাব্দে একাডেমি নামে এথেন্সে একটি বিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষামূলক গবেষণায় ব্রতী হন। রিপাবলিক তাঁর বিখ্যাত গ্রন্থ। ব্যক্তিত্বের মান বা জীবনের সার্থকতা বিষয়ে তিনি বলেন Only an examined life is worth living. অর্থাৎ পরীক্ষিত জীবনই সার্থক জীবন-আত্মজ্ঞানের দ্বারা পরিশীলিত জীবনবোধই ব্যক্তিসত্তার ধারক ও বাহক।

Exit mobile version