BCS-Solution

পাকিস্তান

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে তারপর, ভারতীয় উপমাদেশ বিভাজনের মাধ্যমে ভারত ও পাকিস্তান এ’ দুটি দেশের জ‌ন্ম হয়।
তারপর পূূর্ব পাকিস্তান (বর্তমান- বাংলাদেশ) এর সাথে ২৬শে মার্চ মধ্য রাত থেকে যুদ্ধ শুরু হয়ে টানা “নয় মাস” রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর পকিস্তান পরাজীত হয়।

পাকিস্তান তথা ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। দেশটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। পাকিস্তান ভারতীয় উপমহাদেশের অংশ।

ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। করাচি দেশটির বৃহত্তম শহর।

ফার্সি, সিন্ধি ও উর্দু ভাষায়, “পাকিস্তান” নামটির অর্থ “পবিত্রদের দেশ“। নামটি আসে পাকিস্তানের তৎকালীন পশ্চিম অংশের পাঁচটি রাজ্যের নাম থেকে:
– পাঞ্জাব
– আফগানিয়া (উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বর্তমান খাইবার পাখতুনখাওয়া)
– কাশ্মীর
– সিন্ধ
তান – বালুচিস্তান
১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী তাঁর “নাও অর নেভার” (Now or Never) পুস্তিকায় এই নামটির প্রস্তাব রাখেন।

Exit mobile version