Non-State-Actors

Non-State-Actors বলতে বিভিন্ন প্রকার সংঘ,সংস্থা,আন্দোলন,প্রতিষ্ঠান ইত্যাদিকে বুঝায়। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যতিরেখে বিভিন্ন বেসরকারি অবকাঠামো যেগুলো রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে ভূমিকা রাখতে পারে তাদেরকে Non-State-Actors বলে।
বর্তমান বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে ক্রমান্বয়ে বেড়েই চলেছে non state actors এর তৎপরতা। এটি এমন একটি সত্ত্বা বা গোষ্ঠী যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বা রাষ্ট্রসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে। এ ধরনের কর্মক হতে পারে কোন আন্তর্জাতিক সংগঠন, এনজিও, কোন বহুজাতিক কোম্পানি, দেশকে বিদেশী শাসন থেকে মুক্ত করার জন্য নিয়োজিত সশস্ত্র বাহিনী অথবা কোন সন্ত্রাসী গ্রুপ। সিয়াটলে WTO এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন বানচাল হওয়ার পিছনে প্রতিবাদী মানুষের আন্দোলন ছিল অ-রাষ্ট্রীয় কর্মক এর প্রকৃষ্ট উদাহরণ। কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিও অ-রাষ্টীয় কর্মক হিসেবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারেন। যেমন:
★বিল গেটস
★জুলিয়ান এসাঞ্জ
★ড. মুহম্মদ ইউনুস
★পোপ ফ্রান্সিস প্রভৃতি।

পোল্যান্ডের লেচ ওয়েলেসার সলিডারিটি মুভমেন্ট কে নির্ধিদ্বায় অ-রাষ্ট্রীয় কর্মকের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যায় যেটি পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতনের সূচনা করে।

Characteristics of Non-State-Actors:
★কোনো সুনির্দিষ্ট ভূখন্ড নেই
★কোনো সুনির্দিষ্ট জনসমষ্টি নেই
★সার্বভৌমত্ব নেই
★নির্বাচিত সরকার নেই
★অ-রাষ্ট্রীক কর্মক সরাসরি রাষ্ট্রের সাথে জড়িত নয় আবার রাষ্ট্রীয় স্বার্থ বিরোধীও নয়
★গনতান্ত্রিক ও বিশ্বনাগরিকের মতামতের উপর নির্ভরশীল
★অ-রাষ্ট্রীক কর্মকের কার্যাবলি কোনো নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়
★বিশ্ব জনগনের সার্থে কাজ করে
★অ-রাষ্ট্রীক কর্মক দেশ ও দোশের বাইরে প্রভাব বিস্তার করতে সক্ষম।
★অ-রাষ্ট্রীক কর্মক অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাব রেখে থাকে।

Facebook- বিসিএস ও অন্যান্য চাকুরীর প্রস্তুতি: Mahbub Hossain Mukul

Add a Comment