NAFTA – USMCA

North American Free Trade Area বা NAFTA যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত শুল্কমুক্ত একটি ত্রিপক্ষীয় একটি বাণিজ্য চুক্তি। যা ১৯৯৪ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন কারনে/অনুহাতে চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা শুরু করে। ৩০ নভেম্বর ২০১৮ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে শুল্ক বিরোধ নিরসনে পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে United States–Mexico–Canada Agreement (USMCA) নামে পুনরায় স্বাক্ষরিত হয়।

Add a Comment