মালদ্বীপ
|আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার সব থেকে ক্ষুদ্রদেশ মালদ্বীপ। এটি ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।
সাগরের মাঝে নিম্নভূমির কারনে মালদ্বীপ যেকোন সময় পানিতে তলিয়ে যেতে পারে, এই আশঙ্কায় মালদ্বীপ পার্শ্ববর্তী দেশে সমূহে ভূমি কেনার চেষ্টা করছে।
কার্বন নিঃসরণ কমাতে- বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য ২০০৯ সালে তারা পানির নিচে এক মন্ত্রী পর্যায়ের বৌঠক আয়োজন করে।