মালয়েশিয়া

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

Malaysia
Malaysia
মালয়েশিয়া তেরটি অঙ্গরাষ্ট্র এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিনপূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত, পেনিনসুলার মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং ব্রুনাই; এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন এর সাথে।
মালয়েশিয়া আসিয়ান আফটা এর প্রতিষ্টাতা সদস্য।

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ। তার নতুন দলের নাম পাকাতন হারুপান (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment