স্বল্পোন্নত দেশ
|স্বল্পোন্নত দেশ(Least Developed Country-LDC) এর বৈশিষ্ট্য গুলো নিম্ন রূপ-
মাথা পিছু আয়(Per Capita Income): যাদের মাথা পিছু আয় ১০২৫ ডলারের কম। ১০২৫ ডলারকে বলা হয় Inclusion Threshold. এর পর আছে দুটি Graduation Threshold যাতে ১০২৫ ডলারের ৩০% যোগ করা হয়। তাই প্রথম Graduation Threshold ১২৩০ডলার এবং দ্বিতীয় Graduation Threshold প্রথমটির দ্বিগুণ ২৪৬০ডলার।
মানব সম্পদ সূচক(Human Asset): এ ক্ষেত্রে Inclusion Threshold ৬০ অর্থাৎ যে সকল দেশ মানব সম্পদ উন্নয়ন সূচকে ৬০ নিচে তারা LDC ভূক্ত। ১০% বৃদ্ধিতে এর Graduation Threshold হিসাব করা হয়। অর্থাৎ Graduation Threshold ৬৬।
অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক(Economic Vulnerability): Inclusion Threshold ৩৬ আর Graduation Threshold ১০% কমে ৩২ এ আসতে হবে।