ইতালি

রাজধানী ও বৃহত্তম শহর রোম।

ইতালি জুতা তৈরির জন্য বিখ্যাত।

ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি ইতালিতে অবস্থিত।

শেনঝেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় শেনঝেন ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করা যায়।

ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো।

ভুমধ্য সাগরের বৃহৎ দ্বীপ সিসিলি, যা ইতালির অন্তর্ভূক্ত।

ইতালীয় ফ্যসিবাদের জনক বেনিতো মুসোলিনি।

বিখ্যাত ভাস্কর, চিত্রশিল্পি মাইকেল এঞ্জেলো ও ‘মোনালিসা’ চিত্রের শিল্পি লিওনার্দো দা ভিঞ্চির জন্মস্থান ইতালি

ইতালির রোমে FAO এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর রোম,ইতালি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জার্মান ও ইতালি অক্ষ শক্তি গঠন।

Add a Comment