জার্মানি

জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার
আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা- অটোভন বিসমার্ক । তিনিই জার্মানির প্রথম চ্যান্সলর, ১৮৭১ সালে ৩৯টি ক্ষুদ্ররাজ্য নিয়ে জার্মানি প্রতিষ্ঠা করেন।
জার্মানির ফিল্ড মার্শাল রোমেল মরুযুদ্ধের জন্য ডেজার্ট ফক্স নামে পরিচিত
ভাইমার গণতন্ত্র জার্মানিতে গঠিত হয় ফ্রেডরিক অ্যাবেট চ্যান্সলর এর সময়কালীন
১৯১৯ সালে জার্মান ওয়ার্কাস পার্টি গঠিত হলে পরে তা নাজী দল হিসেবে পরিচিতি পায়
১৯৩৩ সালে হিটলার জার্মানির চ্যান্সলর হন এবং ১৯৩৪ সালে ফুয়েরার উপাধি পান
১৯৩৫ সালে হিটলার ভার্সাই চুক্তি মেনে নিতে অস্বীকার করে
১৯৩৯ সালে বলোটভ রিবেন থ্রোপ চুক্তি হয় হিটলার ও স্ট্যালিন এর মধ্যে
১৯৪৫ সালের ৩০ মে হিটলার আত্মহত্যা করেন
নুরেমবার্গ আদালতে দ্বিতীয় বিশ্বযুদ্ধাপরাধীর বিচার করা হয়
১৯৪৮ সালে পশ্চিম জার্মানী মার্ক নামে মুদ্রা চালু করে
১৯৬১ সালে পূর্ব জার্মানি ১৫৫ কিমি দীর্ঘ বার্লিন প্রাচীন তৈরি করে
১৯৮১ সালের ২২ ডিসেম্বর পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে সংযোগকারি গেট হল- ব্রাডেলবার্গ গেট
১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর ভেঙ্গে দেয়া হয়
১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি একীভূত হয়
কোলন হল রাইন নদীর তীরে অবস্থিত জার্মানির বিখ্যাত স্থান
বিজ্ঞানী- আইনস্টাইন
দার্শনিক/ রাজনীতিবিদ- কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেল, হেগেল,
সাহিত্যিক- গেটে, ব্যোল তাইনরিখ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জার্মান ও ইতালি অক্ষ শক্তি গঠন।

Add a Comment