BCS-Solution

আসিয়ান(ASEAN)

ASEAN

ASEAN

The Association of Southeast Asian Nations (ASEAN) বা আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় একটি আঞ্চলিক সংস্থা, যা দক্ষিণ এশিয়ার দশটি দেশ নিয়ে গঠিত। এটি জাতিসংঘের কোনো বিশেষায়িত সংস্থা নয়। (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) এটি জাতিসংঘের অফিসিয়াল পর্যবেক্ষক। আসিয়ান তার সদস্য রাষ্ট্র ও এশিয়ার অন্যান্য দেশের মধ্যে এশিয়াবাদ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে। সংস্থাটির সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়।

প্রতিষ্ঠা
ব্যাংকক ঘোষণাঃ ৮ আগস্ট, ১৯৬৭
সনদ ঘোষণাঃ ১৬ ডিসেম্বর, ২০০৮

স্লোগান: এক লক্ষ্য, এক পরিচয়, এক জাতি। (“One Vision, One Identity, One Community”)

আসিয়ানের সদস্য রাষ্ট্র সমূহ
আসিয়ান ৮ আগস্ট, ১৯৬৭ তারিখে গঠিত হয়, আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি-
ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া, ফিলিপাইন(Philippines), সিঙ্গাপুর(Singapore) , থাইল্যান্ড(Thailand).
এরপর বিভিন্ন সময়ে আসিয়ানে আরও পাঁচটি রাষ্ট্র যোগ দেয়, পরে যোগ দেওয়া রাষ্ট্রগুলো হল-
ব্রুনাই, কম্বোডিয়া(Cambodia), লাওস(Laos), মিয়ানমার, ও ভিয়েতনাম.
দক্ষিণ কোরিয়া, জাপান আসিয়ানের সদস্য নয়। (১৩তম বিসিএস প্রিলিমিনারি) সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে স্বল্প ট্যারিফে বাণিজ্য করার জন্য আফটা(AFTA) চুক্তি সই করে।

আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্য
আসিয়ানের মুল লক্ষ্যগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন সেই সাথে নিজেদের মধে বিদ্যমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধান।
আসিয়ান ঘোষণায় যেসব লক্ষ্য উদ্দেশ্য ছিল যেমন-

Exit mobile version