BCS-Solution

রেডক্রস(ICRC)

International Comittee of the Red Cross

International Comittee of the Red Cross

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (International Committee of the Red Cross)

১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারী সুইস নাগরিক হেনরি ডুন্যান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

লক্ষ্যঃ যুদ্ধাহত, যুদ্ধবন্দী, যুদ্ধ শরণার্থী ও আর্তমানবতার সেবা করা।

প্রতিষ্ঠানটি তিন বার নোবেল পুরষ্কার পায়, ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।

তুরস্ক প্রথম রেড ক্রিসেন্ট শব্দটি ব্যবহার করে। তা থেকেই মুসলিম বিশ্বে রেডক্রস রেড ক্রিসেন্ট হিসাবে পরিচিত হয়। ইসরাইলে এটি রেড ক্রায়স্টল নামে পরিচিত।

Exit mobile version