BCS-Solution

মলদোভা

মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ । দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর, পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে ২০০৫ সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য। ফলে, মলদোভার স্থলবেষ্টিত দেশ হিসেবে যে পরিচিতি ছিল, সেটির অবসান হয়। এ কিশিনাউ / চিসিনিউ দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর।

Exit mobile version