ফিফা(FIFA)

ফুটবল খেলার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার নাম ফিফা। Federation of International Football Association এর সংক্ষিপ্ত নাম FIFA. ফিফার মটো For the Game. For the World. ১৯০৪ সালের ২১মে (৩০তম বিসিএস প্রিলিমিনারি) ছটি দেশ- বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডকে নিয়ে ফিফা গঠিত হয়। সংস্থাটি ফ্রান্সের প্যারিসে গঠিত হলেও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে। বর্তমানে এর সদস্য সংখ্যা ২১১। বর্তমান প্রেসিডেন্ট Gianni Infantino।

ফিফা বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আয়োজন করে থাকে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল- যা ১৯৩০ সাল থেকে হয়ে আসছে। ও মহিলা বিশ্বকাপ ফুটবল- যা ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে। প্রতি চার বছর অন্তর ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে ফুটবল বিশ্বকাপ খেলা হয়নি।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয় রাশিয়া, চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ফ্রান্স দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জেতে। সব থেকে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল- পাঁচবার।

২০১৮ এর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায়। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) ২০২৬ সালে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে।

ফিফা র‍্যাংকিং -এ বাংলাদেশের অবস্থান ১৯২। র‍্যাংকিং -এ সব থেকে পিছনে আছে অর্থাৎ ২১১ নম্বরে আছে স্যান মেরিনো। প্রথম চারটি দেশ যথাক্রমে-
বেলজিয়াম
ফ্রান্স
ব্রাজিল
ক্রোয়েশিয়া

Add a Comment